ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১১
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

শনিকার সকাল সাড়ে ১০টার দিকে একটি চায়ের দোকানের পাশে এ বিস্ফোরণ ঘটে।

ওই সময় যেখানে তালেবান বিরোধী কয়েকজন স্থানীয় আদিবাসী নেতা বসে কথা বলছিলেন।

সীমান্তবর্তী বাজার এলাকা সালারজাই পাকিস্তানের অত্যন্ত সংঘর্ষপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি।

নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে । পুলিশ এখনও বিস্ফোরণস্থল পরীক্ষা করে দেখছে। এখন পর্যন্ত এই হামলার দায় কোনো পক্ষই স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।