ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে গঙ্গা নদীতে নৌকাডুবি: নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, জুন ১৪, ২০১০

উত্তর প্রদেশ: ভারতের উত্তর প্রদেশে নৌকাডুবিতে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার বালিয়া জেলার গঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

আরোহীদের বেশিরভাগই ছিল নারী ও শিশু।

৩০ জন যাত্রী ধারণক্ষম নৌকাটিতে আরোহী ছিল ৭০ জন। পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি মাঝনদীতে যাওয়ার পর ডুবে যায়। ২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বাকিরা নিখোঁজ রয়েছে।

নৌকাটি বালিয়ার একটি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শিবেন্দ্র যাদব বার্তাসংস্থা এপিকে বলেন, যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু। উদ্ধারকর্মীরা ১২টি মৃতদেহ উদ্ধার করেছে বলেও তিনি জানান।

বাংলাদেশ স্থানীয় সময়:১৫৫৯২০ ঘণ্টা, ১৪ জুন ২০১০
এসঅইএস/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।