ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারক ও দুই সাবেক কর্মকর্তার সাড়ে ৯ কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১১

কায়রো: মিশরের একটি আদালত শনিবার দেশটির ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং তার সরকারের দু’জন সাবেক কর্মকর্তাকে মোট ৯ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন। আদালতের একটি সূত্র এ খবর জানিয়েছে।

 

জানুয়ারিতে গণঅভ্যুত্থানের সময় মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অপরাধে তাদের এ আর্থিক জরিমানা করা হয়েছে।

গণবিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়ার পর মোবারকের বিরুদ্ধে  আদালতের দেওয়া প্রথম রায় এটি। বিক্ষোভকারীদের হত্যার নির্দেশসহ আরো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদ- হতে পারে।

আদালতের একটি সূত্র জানায়, প্রশাসনিক আদালত মোবারককে ২০০ মিলিয়ন মিশরীয় পাউন্ড, সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে ৪০ মিলিয়ন পাউন্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব এল আদলিকে ৩০০ মিলিয়ন পাউন্ড জারিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে।

রায় ঘোষণায় আদালত জানায়, দণ্ডিতরা জাতীয় অর্থনীতির ক্ষতিসাধন করেছেন। তাদের জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গণবিক্ষোভে কমপক্ষে ৮০০ মানুষ প্রাণ হারিয়েছে। সরকারি বাহিনীর সরাসরি বন্দুকের গুলি, রাবার বুলেট, জলকামান এবং লাঠিপেটায় আহত হয়েছেন ছয় সহস্রাধিক।

টেলিফোন কোম্পানি ভোডাফোন অভিযোগ করেছে, জানুয়ারিতে বিক্ষোভ চলাকালে সরকারের নির্দেশে অন্য কোম্পানিসহ তাদের

বিভিন্ন এলাকায় টেলিফোন সেবা বন্ধ রাখতে বাধ্য করা হয়।

তারা আরো বলে, ফেব্রুয়ারিতে বিক্ষোভ তুঙ্গে উঠলে সরকারের অনুকূল বার্তা তাদের গ্রাহকদের কাছে পাঠাতে তাদের নেটওয়ার্ক জোড়পূর্বক ব্যবহার করা হয়েছে।

মোবারক বর্তমানে লোহিত সাগর সংলগ্ন অবকাশ কেন্দ্র শরম-আল-শেখের একটি হাসপাতালে পুলিশি পাহারায় রয়েছেন। বিক্ষোভে মানুষ হত্যার অভিযোগে আগামী মঙ্গলবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।