ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা হামলায় আফগান শীর্ষ পুলিশ কমান্ডারসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১১
বোমা হামলায় আফগান শীর্ষ পুলিশ কমান্ডারসহ নিহত ৭

কাবুল: উত্তর আফগানিস্তানের তাখহার প্রদেশের গভর্নর কার্যালয়ে এক আত্মঘাতী বোমা হামলায় শনিবার এক শীর্ষ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।



পুলিশ জানায়, জেনারেল মোহাম্মদ দাউদ দাউদসহ মোট সাতজন এই বোমা হামলায় প্রাণ হারিয়েছেন।

গর্ভনর কার্যালয়ের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে তিনজন জার্মান সেনা রয়েছেন। তবে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি।

জার্মান সেনারা উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মোতায়েন রয়েছে।

ওই মুখপাত্র জানান, আহতদের মধ্যে প্রাদেশিক পুলিশ প্রধান শাহজাহান নূরি এবং গভর্নরও রয়েছেন।       

ন্যাটোর একজন মুখপাত্র জানান, ন্যাটো বাহিনী এবং আফগানিস্তানের সেনারা এখন প্রতিনিয়ত এরকম হামলার  শিকার হচ্ছে।

নিহত জেনারেল দাউদ আফগান বাহিনীর উত্তরাঞ্চলীয় জোটের সাবেক সেনাপতি। ওই অঞ্চলে তৎপর তালেবানের বিরুদ্ধে তিনি একাধিক অভিযান  চালিয়েছেন।

মার্কিন কমান্ডো অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সাম্প্রতিক সময়ে দেশটিতে জঙ্গিরা সেনা এবং পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।