ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলিতে গাদ্দাফির কম্পাউন্ডে ন্যাটোর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১১
ত্রিপোলিতে গাদ্দাফির কম্পাউন্ডে ন্যাটোর বিমান হামলা

লিবিয়া: ন্যাটো বিমান গাদ্দাফির ত্রিপোলি সেনা কম্পাউন্ডে হামলা চালিয়েছে। শনিবার রাতের এ হামলায় হামলায় গাদ্দাফির ত্রিপোলির কম্পাউন্ড এবং গার্ড ভবন ধ্বংস হয়েছে বলে জানায় এক ন্যাটো মুখপাত্র।

গাদ্দাফিকে চাপে ফেলতে পঞ্চম দিনের মতো লিবিয়াতে বিমান হামলা চালাচ্ছে ন্যাটো বাহিনী।

‘এটা যদিও গাদ্দাফির কোনো বাসভবন নয়। কিন্তু ত্রিপোলির বাব আল আজিজিয়া কমপাউন্ডটি মূলত গাদ্দাফির গোয়েন্দা বিভাগের প্রাণ কেন্দ্র এবং সরকারী সেনাবাহিনীর মূল নেটওয়ার্কিং ব্যারাক হিসেবেই বিবেচিত। এই কম্পাউন্ড ধ্বংস করতে ন্যাটো বাহিনী অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে বলে জানায় ব্রিটিশ মেজর জেনারেল জন লরিমার। ’

‘গাদ্দফি এবং তার অনুগত লোকজন আর বেশিদিন লুকিয়ে থাকতে পারবে না। আমরা তাদের প্রতিটি পদক্ষেপ নষ্ট করে দেবো। এর আগের আক্রমনগুলোতে আমরা তাদের অন্যান্য সেনাস্থাপনা ধ্বংস করেছি বলেও তিনি জানান। ’

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘন্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।