ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান বেসামরিক নাগরিকদের হত্যায় ন্যাটোর ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ৩০, ২০১১
আফগান বেসামরিক নাগরিকদের হত্যায় ন্যাটোর ক্ষমা প্রার্থনা

কাবুল: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে শনিবার বিমান হামলায় ১৪ জন বেসামারিক নাগরিককে হত্যার ঘটনায় পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ক্ষমা চেয়েছে।

ন্যাটোর একজন উর্ধ্বতন কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলেন, “আমাদের উচিত, সবার আগে বেসামরিক লোকদের রক্ষা করা এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে দিকে মনোযোগ দেওয়া।



আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই হেলমান্দ প্রদেশে বোমা হামলার এ ঘটনার সোমবার সকালে তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র জানান, বেসামরিক লোকদের হত্যা বন্ধ করতে এর আগে কয়েকবার আমেরিকাকে সতর্ক করা হয়েছে।

হামিদ কারজাই বলেন, “আফগান নাগরিকদের পক্ষ থেকে ন্যাটোর বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও প্রশাসনকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি। ”

এদিকে, এটি একটি বড় ভুল এবং পরবর্তিতে বিষয়টিকে খুব সতর্কভাবে দেখা হবে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা। আফগানিস্তানে যৌথ বাহিনীর প্রধান ডেভিড পেট্রাউস, লেফটেন্যান্ট জেনারেল ডেভিড রড্রিগেজ ও মেরিন মেজর জেনারেল জন টুলান যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, মার্কিন মেরিন সেনাকে হত্যা এবং নওজাদ জেলার একটি ভবনে ৫ জন বিদ্রোহী আশ্রয় নিয়ে লড়াই শুরু করলে সেখানে বিমান হামলা চালানো হয়। এ সময় ৯ জন বেসামরিক লোক নিহত হয় বলে তারা জানান।

তবে দেশটির সরকারের দাবি, এ বোমা হামলায় ১২ জন শিশু এবং দুজন নারী নিহত হয়েছেন।
এ ঘটনার পরই আন্তর্জাতিক প্রতিরক্ষা সহায়তা বাহিনী (আইএসএএফ) তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে আফগান সংস্কৃতির নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।