ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০২২ সালের মধ্যে সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ৩০, ২০১১
২০২২ সালের মধ্যে সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবে জার্মানি

বার্লিন: জার্মানির ক্ষমতাসীন জোট জানিয়েছে, দেশটি ২০২২ সালের মধ্যে তাদের সকল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেবে।
 
দেশটির পরিবেশমন্ত্রী নরবার্ট রোজেন সোমবার জোটের এক সভা শেষে এ তথ্য জানিয়েছেন।

   

জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার পর জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল দেশটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্রসমূহ পর্যবেক্ষণের জন্য একটি বোর্ড গঠন করেছেন।

উল্লেখ্য, জাপানে কয়েকমাস আগে সুনামি, সুনামির পরে প্রলয়ংকরী ভূমিকম্পে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে  দুর্ঘটনার পর থেকে জার্মানিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়।
নরবার্ট রোজেন বলেন, জার্মানির সাতটি পুরানো পরমাণু চুিল্ল এবং ক্রুমেল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর চালু করা হবে না।

তিনি আরো জানান, আরো ছয়টি পরমাণু বিদ্যু কেন্দ্র ২০২১ সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে এবং নতুন তিনটি কেন্দ্র বন্ধ করা হবে ২০২২ সালে।

রোজেন বলেন, এটা নিশ্চিত যে নতুন পরমাণু কেন্দ্র তিনটি বন্ধ হওয়ার সময়সীমা ২০২২ সাল এবং এটা পুনর্বিবেচনা করার কোন সুযোগ নেই।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৭ ঘন্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।