ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলিতে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ৩০, ২০১১
ত্রিপোলিতে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা

ত্রিপোলি: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সোমবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন।   অনেকেই জ্যাকব জুমার এই সফরকে দেখছেন, দেশটিতে চলমান সহিংসতা বন্ধের চূড়ান্ত কূটনৈতিক প্রয়াস হিসেবে।

তবে এই সফরে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগ নিয়ে কোন আলোচনা হবে কিনা তা স্পষ্ট নয়। কারণ এপ্রিলে জুমা একবার লিবিয়া সফর করেছিলেন।

গাদ্দাফির একজন উপদেষ্টা বিবিসিকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী এই মুহূর্তে ক্ষমতা ছাড়ার কোন ইচ্ছা নেই গাদ্দাফির।

এর আগে রোববার জ্যাকব জুমার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস লিবিয়াতে ন্যাটোর বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে।

বেনগাজি ভিত্তিক বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ট্রানজিশন্যাল ন্যাশনাল কাউন্সিলের(টিএনসি) মুস্তাফা আবদুল জলিল এই সফরকে স্বাগত জানিয়ে বলেন, পুরো বিশ্বই লিবিয়ার ব্যাপারে একমত যে, গাদ্দাফি শুধু তার ক্ষমতায় থাকার বৈধতাই নয় বিশ্বাসযোগ্যতাও হারিয়েছেন।

জি-৮ এর আলোচনার বিষয়ে লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ করিম  জানান, ওখানে কী আলোচনা হয়েছে সেটা কোন বিষয় নয়। ওটা শুধুই অর্থনৈতিক সম্মেলন। আমরা আফ্রিকার দেশ। কাজেই লিবিয়ার ব্যাপারে  এর বাইরের দেশসমূহের সিদ্ধান্তের আমাদের কাছে কোন মূল্য নেই।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।