ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে পৃথক সড়ক দুর্ঘটনায় বর যাত্রীসহ নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ৩১, ২০১১
আসামে পৃথক সড়ক দুর্ঘটনায় বর যাত্রীসহ নিহত ৩৬

গৌহাটি: ভারতের আসাম রাজ্যে মঙ্গলবার বরযাত্রীদের বাস পুকুরে ডুবে ও তেলবাহী ট্যাংকারে আগুন লেগে ৩৬ জনের প্রাণহানী হয়েছে। এ দুটি ঘটনায় আহত হয়েছে ১৭ জন।



রাজ্যের কামরুপ অঞ্চলে গত রাতে বর যাত্রীবাহী বাসটি পুকুরের ৪০ ফুট গভীর তলিয়ে গেলে ১২ জন নারীসহ ৩১ জন নিহত হয়। বাসটি গৌহাটি থেকে রাঙ্গিয়ার দিহু অঞ্চলে যাচ্ছিল। পথে রাজাবাড়ি এলাকায় কাঠনির্মিত সেতু পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে যায়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি দুর্ঘটনা দুটির খবর প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বর নব কুমার শর্মা, তার বাবা-মা, বন্ধবান্ধব, আত্মীয়স্বজন রয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে।

ছয়জন যাত্রীকে উদ্ধার করে নলবাড়ি জেলার পাশে মুকুন্দ কাকোতি বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি ঘটনায় গোলাঘাটে তেলবাহী ট্যাংকারে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।