ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া অভিযানের মেয়াদ আরো ৯০দিন বাড়ালো ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ১, ২০১১
লিবিয়া অভিযানের মেয়াদ আরো ৯০দিন বাড়ালো ন্যাটো

ব্রাসেলস: লিবিয়াতে গত মার্চ থেকে শুরু করা অভিযান আরো ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। বুধবার এ পশ্চিমা সামরিক জোটের সদর দপ্তর ব্রাসেলস থেকে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।



লিবিয়াতে গাদ্দাফিবিরোধী আন্দোলন সশস্ত্র রুপ নিলে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বিমান হামলার দায়িত্ব নেয় ন্যাটো। সেই সঙ্গে লিবিয়াতে উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল ঘোষণা, অস্ত্র কেনাবেচার ওপর নিষেধাজ্ঞাসহ ৯০ দিনের অভিযান পরিকল্পনা নেওয়া হয়।

ন্যাটোর মহাসচিব অ্যানডারস ফোগ রাসমুসেন ব্রাসেলসে এক বিবৃতিতে জানান, ‘ন্যাটো ও এর সহযোগীরা লিবিয়াতে আমাদের মিশন আরো ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ’

তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত গাদ্দাফি সরকারকে একটি পরিস্কার বার্তা দিচ্ছে যে, আমরা লিবিয়ার সাধারণ জনগণকে রক্ষার জন্য অভিযান অব্যাহত রাখব। আমরা জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। ’

রাসমুসেন আরো বলেন, ‘লিবিয়ার জনগণ যাতে তাদের ভবিষ্যত গড়ে নিতে পারে ন্যাটো তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আর সেই দিন খুব বেশি দূরে নয়। ’

ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লিবিয়াতে বিমান হামলা শুরুর পর ৩১ মার্চ ন্যাটো এ দায়িত্ব নেয়। এর পর তারা গাদ্দাফির অনুগত বাহিনী এবং তার বাসস্থান লক্ষ্য করে বহুবার বিমান হামলা চালিয়েছে।

গত সপ্তাহ থেকে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ন্যাটো। তবে বিশ্লেষকরা বলছেন, এতোদিনের অভিযান গাদ্দাফির পতনের জন্য এখনো কোনো সিদ্ধান্তমূলক বার্তা দিতে পারেনি। আর সংঘর্ষ আরো কয়েকমাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে তারা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।