ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ই-কোলি সংক্রমণে স্পেনের ফল ও সবজিশিল্প হুমকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১, ২০১১

মাদ্রিদ: স্পেনের শসায় ই-কোলি ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণে প্রায় পুরো ইউরোপেই দেশটি থেকে আমদানি করা ফল ও শাকসবজি বিক্রি বন্ধ হয়ে গেছে।   দেশটির ইন্ডাস্ট্রিজ এক্সপোর্ট ফেডারেশন মঙ্গলবার এ কথা জানিয়েছে।

 

 তারা জানায়, এর ফলে এক সপ্তাহে দেশটি ২০ কোটি ইউরো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

কোন কোন দেশ স্পেনের শাকসবজি আমদানি বন্ধ করে দিয়েছে জানতে চাইলে দেশটির ইন্ডাস্ট্রিজ এক্সপোর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট জর্জ ব্রোতনস এক সাংবাদ সম্মেলনে  জানান, প্রায় পুরো ইউরোপই।   তিনি বলেন মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে গেছে।

ব্রোতনস বলেন, ‘এতে ফল ও সবজি শিল্প ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিকল্প বাজার না থাকায় প্রতি সপ্তাহে শত শত টন ফল ও সবজি ফেলে দিতে হচ্ছে।

এক্সপোর্ট ফেডারেশনের মহাপরিচালক জোসে মারিয়া পোজানকো বলেন, সবজি রপ্তানিকারকরা জানিয়েছেন সবজি বিশেষ করে শসা, গোলমরিচ, টমোটো, লেটুস পাতা ব্যাক্টেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে তা ফলের ওপরও প্রভাব ফেলেছে।

তিনি আরো বলেন, জার্মানির অনেক সুপার মার্কেটে  ‘স্পেন থেকে আমদানি করা কোনো কিছু এখানে বিক্রি করা হয় না’   লিখিত ব্যানার টানানো হয়েছে।

জার্মান কর্তৃপক্ষ  জানায়, স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া এলাকা থেকে আমদানিকৃত শসার ক্ষতিকারক ব্যাক্টেরিয়া চিহ্নিত করা হয়েছে।

পোজানকস আরো বলেন আমাদের কোনো সমস্যা ছিল না। সবকিছু নির্ভর করছে জার্মানির ওপর। সমস্যা সমাধান করে স্পেনের ফল সবজির সুনাম রক্ষা করা এখন তাদের দায়িত্ব।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।