ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় উভয় পক্ষই যুদ্ধাপরাধী: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ২, ২০১১
লিবিয়ায় উভয় পক্ষই যুদ্ধাপরাধী: জাতিসংঘ

জেনেভা: লিবিয়ায় চলমান সংঘর্ষ মানবাধিকারের বিরুদ্ধে চরম আঘাতের শামিল আর এ সংঘর্ষের জন্য সরকারি এবং বিরোধী উভয় গোষ্ঠীই দায়ী। সেখানে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।



চলমান লিবিয়ার পরিস্থিতি এবং যুদ্ধাবস্থা নিয়ে জাতিসংঘের গঠিত তদন্ত দল এ রিপোর্ট পেশ করেছে। তিনজন মানবাধিকার কর্মী নিয়ে গঠিত এই তদন্ত দলটি গত বুধবার জেনেভাতে এ রিপোটর্  পেশ করেন।

মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর হাতে নিহত এবং নীপিড়নের শিকার হয়েছে এমন অনেক স্বাক্ষ্য প্রমাণ তাদের কাছে আছে বলে জানায় তদন্তকারী দলটি।

তারা আরও বলেছে, লিবিয়াতে বিরোধী জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনআইসি) মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর মতোই যুদ্ধাপরাধী।

এদিকে, ন্যাটো বাহিনী লিবিয়াতে আরও ৯০ দিন অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।