ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে মধ্যপ্রাচের মতো অভ্যুত্থান হতে পারে: ম্যাককেইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ৩, ২০১১
মিয়ানমারে মধ্যপ্রাচের মতো অভ্যুত্থান হতে পারে: ম্যাককেইন

ইয়াঙ্গুন: মিয়ানমারের সেনাসমর্থিত সরকার গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন ও মানবাধিবার উন্নয়নে ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের মতো অভ্যুত্থান ঘটতে পারে। মিয়ানমারে তিনদিনের সফরে শেষে প্রভাবশালী মার্কিন সিনেটর জন ম্যাককেইন শুক্রবার এ মন্তব্য করেন।



যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদলীয় এ সিনেটর বলেন, “পরিবর্তনের বাতাস বইছে, তা কেবল আরব বিশ্বেই থেমে থাকবে না। যেসব সরকার সংস্কার এড়িয়ে চলবে, তারা পরে বৈপ্লবিক পরিবর্তনের মুখোমুখি হবে। ”

ম্যাককেইন দেশটির নতুন রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়নে এ সফর করলেন। গত নভেম্বরে ২০ বছরের মধ্যে প্রথম নির্বাচনের বেসামরিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তবে এ সরকার গঠনের পেছনে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। দেশটির মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচিকে নির্বাচনে অংশ নিতে দেওয়ায় তা বিতর্কিতও হয়ে আছে।

ম্যাককেইন অং সান সুচিকে নিরাপত্তা দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। সুচি এ বছর দেশব্যাপী রাজনৈতিক সফরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এ বিষয় ম্যাককেইন বলেন, “অং সান সুচির সর্বশেষ সফর চলাকালে সহিংসতার কারণে তা ভ-ুল হয়ে যায়। অনুরূপ ঘটনা ঠেকাতে নতুন সরকারের সামর্থ্য ও ইচ্ছার মধ্য দিয়ে তাদের পরিবর্তনের মনোভাব সম্পর্কে জানা যাবে। ”

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।