ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১০
রাশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১৫

মস্কো: রাশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। সোমবার পূর্ব সাইবেরিয়ার একটি বন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

জানা যায়, ১৫ যাত্রী নিয়ে উড়োজাহাজটি বন্দরে অবতরণের চেষ্টা করলে রানওয়ে থেকে প্রায় সাত শ’ মিটার দূরে আছড়ে পড়ে। এতে উড়োজাহাজটিতে থাকা সবাই নিহত হয় বলে রাশিয়ার সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন জরুরি রাশিয়ার অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।