ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লিবিয়া অভিযান আরো দীর্ঘায়িত করার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ৩, ২০১১
যুক্তরাষ্ট্রের লিবিয়া অভিযান আরো দীর্ঘায়িত করার সিদ্ধান্ত

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বাস করেন, লিবিয়াতে ন্যাটোর সামরিক অভিযান সফলতার দিকেই এগুচ্ছে। এ অভিযান এখনই বন্ধ করার চরম বিরোধী তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে এ কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সচিব জ্যা কারনি বলেন, কংগ্রেস সদস্যদের মধ্যে কয়েকজন ডেমোক্রেট এবং রিপাবলিকান লিবিয়া মিশনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। তবে প্রেসিডেন্ট ওবামারা বিশ্বাস বেশিরভাগ সদস্যই এ অভিযানে সম্মতি দিবেন।

কারনি বলেন, ‘আমাদের বিশ্বাস এ কৌশল কাজ করছে। বেশিরভাগ কংগ্রেস সদস্যই প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করবেন বলে আমাদের বিশ্বাস রয়েছে। ’

লিবিয়াতে সামরিক অভিযানের শুরুতে নেতৃত্ব দিলেও পরে সে অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে। এ কথা অবশ্য স্বীকার করেছেন প্রেসিডেন্ট। আর এ ব্যাপারে প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে হোয়াইট হাউজ কংগ্রেসকে পরামর্শ দিয়েছে বলে জানান কারনি।

উল্লেখ্য, লিবিয়াতে গত মার্চে শুরু হওয়া গাদ্দাফিাবিরোধী সশস্ত্র আন্দোলনে বিদ্রোহীদের সহায়তা দিতে গাদ্দাফির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পশ্চিমারা। প্রথমে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্সের বিমান বাহিনী লিবিয়াতে সামরিক অভিযান চালায়। পরে এ অভিযানের নেতৃত্ব দেওয়া হয় ন্যাটোকে।

তবে ন্যাটোর হামলায় এ যাবত প্রায় ৮০০ বেসামরিক মানুষের প্রাণহানী ঘটেছে বলে সম্প্রতি লিবিয়া সরকার দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।