ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের প্রাসাদে হামলা: প্রেসিডেন্ট সালেহ আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ৩, ২০১১
ইয়েমেনের প্রাসাদে হামলা: প্রেসিডেন্ট সালেহ আহত

সানা: ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ আহত হয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।



গত কয়েক দিন ধরে ইয়েমেনে উপজাতি যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে।

প্রেসিডেন্ট সালেহ আহত হওয়ার ঘটনা স্বীকার করে কর্মকর্তারা জানান, তিনি সুস্থ আছেন।

প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারও আহত হয়েছেন। চারজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এর আগে সরকারি বাহিনী যুদ্ধরত উপজাতি নেতার ভাইয়ের বাড়িতে ভারী গোলা বর্ষণ করেছিল। এ সময় তার সমর্থকরা সরাকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল।

এদিকে ইয়েমেনে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় চলমান সহিংসতা বন্ধে আলোচনা করতে যুক্তরাষ্ট্র তাদের দূত পাঠিয়েছে।

গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারেিরাধী বিক্ষোভে এ যাবত সাড়ে তিনশ’রও বেশি লোক নিহত হয়েছে। এর গত দশ দিনেই নিহত হয়েছেন কমপক্ষে ১৩৫ জন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।