ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন: প্রেসিডেন্ট সালেহর দেশ ছাড়ার কথা অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ৪, ২০১১
ইয়েমেন: প্রেসিডেন্ট সালেহর দেশ ছাড়ার কথা অস্বীকার

সানা: ইয়েমেনের প্রেসিডেন্টের দেশ ছাড়ার কথা অস্বীকার করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর আগে অসমর্থিত সূত্রে বলা হয়েছিল, প্রেসিডেন্ট সালেহ দেশ ছেড়ে সৌদি আরবে গেছেন।

 আগে বলা হয়েছিল, আহত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শনিবার চিকিৎসা নিতে দেশ ছেড়েছেন। রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে শুক্রবার বোমা হামলায় আহত হওয়ার একদিন পর তিনি দেশ ছাড়লেন।

সরকারি সূত্র বিবিসিকে জানিয়েছিল, সালেহ চিকিৎসা নিতে বিমানে করে সৌদি আরব গেছেন। তবে, তিনি চিরতরে দেশ ছেড়েছেন কিনা সেটা স্পষ্ট নয়। তার সঙ্গে প্রধানমন্ত্রীসহ আরো চার কর্মকর্তাও দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

সালেহকে শুক্রবার থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবে এক সরকারি অডিও বার্তায় জাননো হয় তিনি ভাল আছেন।

শুক্রবার বিকেলের দিকে প্রেসিডেন্ট প্রাসাদে আদিবাসী যোদ্ধাদের হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকারসহ প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ  আহত হন। চারজন নিরাপত্তা রক্ষীসহ নিহত হন কমপক্ষে সাত জন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।