ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনলাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ৪, ২০১১
থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনলাক

ব্যাংকক: থাইল্যান্ডের শীর্ষ বিরোধী দলীয় নেতা ইনলাক সিনাওয়াত্রা বলেছেন, তিনি খুবই আশাবাদী যে থাইরা তাকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য প্রস্তুত।

পিউইয়া থাই পার্টির এই নেতা দেশটির আগামী প্রধানমন্ত্রী নির্বাচনের জনমত জরিপে এগিয়ে আছেন।

দেশটিতে আগামী ৩ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমালোচকরা বলছেন, ইনলাক প্রধানমন্ত্রী হলে তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা পেছন থেকে দেশ চালাবেন।

৪৩ বছর বয়সী ইনলাক সিনাওয়াত্রা দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।

কিন্তু ইনলাক যিনি একজন শীর্ষ ব্যবসায়ীও দাবি করেন, তিনি একটি সুপরিচিত রাজনৈতিক পরিবার থেকে এসেছেন এবং ব্যবসায়ী হিসেবে কয়েক দশকের অভিজ্ঞতা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে সহায়তা করবে।  

পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার আগে ১০মে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা এগিয়েছিলেন।

ইনলাককে পিউইয়া থাই পার্টির প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়ার পর দলের জনপ্রিয়তা এক লাফে বেড়ে যায়।

এক দশকের মধ্যে গত বছরের দীর্ঘ রাজনৈতিক সংঘাতের পর এটা হবে থাইল্যান্ডের প্রথম নির্বাচন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।