ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে অনশন শুরু করছেন বাবা রামদেব।

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুন ৪, ২০১১
দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে অনশন শুরু করছেন বাবা রামদেব।

নয়াদিল্লি: ভারতের প্রভাবশালী ধর্মীয় গুরু বাবা রামদেব দিল্লির রামলীলা ময়দানে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করছেন।  
 
যোগব্যায়ামের এই গুরু তার এই অনশনকে দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে সত্যাগ্রহ বলে অভিহিত করেছেন।



রামদেব শনিবার বিকেল সাড়ে চারটায় রামীলা ময়দানে এসে উপিস্থিত হন। এসময় তার অনুসারীরা তাকে স্বাগত জানায়।
   
সূত্রগুলো জানায়, শুক্রবার পর্যন্ত সরকার তাকে তার ওই অনশনের সিদ্ধান্ত থেকে ফেরাতে ব্যর্থ হয়েছে।   ওই সূত্রগুলো আরো জানায়, তার দাবির ৯০ ভাগ পূরণ না হওয়া পর্যন্ত কারো সঙ্গে কথা বলবেন না তিনি।

তার সঙ্গে আরো যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন: বিশ্ব হিন্দু পরিষদ নেতা সাধভি রিতামবারা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কিছু কর্মী।

কংগ্রেসের দ্বিগবিজয় সিং বাবা রামদেবের এই অনশনকে ভিএইচপি এবং আরএসএস’র সমর্থনপুষ্ট বলে অভিহিত করেছেন।

কিছু মুসলিম ধর্মীয় নেতা ছাড়াও শিখ এবং জৈন ধর্মের ও কিছু নেতাও বাবা রামদেবকে সমর্থন জানাতে রামলীলা ময়দানে উপস্থিত হয়েছিলেন।

এনডিটিভি নিউজকে তিনি জানান, ‘আজ আমি সব বিষয় নিয়ে কথা বলবো না। সব কথা বলার সময় এখনো আসেনি। ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। কিন্তু কী নিয়ে ষড়যন্ত্র হয়েছে  তাও আমি আজ বলবো না। ’

বাংলাদেশ সময়: ২১৪৮ঘণ্টা, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।