ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিকিৎসা নিতে সালেহ এখন সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ৫, ২০১১
চিকিৎসা নিতে সালেহ এখন সৌদি আরবে

রিয়াদ: ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এখন সৌদি আরবে আছেন। তিনি চিকিৎসা নেবার জন্য রিয়াদে গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।



ইয়েমেনের একটি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, “প্রেসিডেন্ট সালেহর হৃদপিণ্ডের নিচে একটি বোমার শ্রাপনেল ঢুকেছে। পাশাপাশি তার বুক এবং মুখের কিছু অংশও পুড়ে গেছে। ”

ইয়েমেনি প্রেসিডেন্ট সৌদি আরবের একটি মেডিক্যাল বিমানে করে রাজধানী রিয়াদে পৌছান।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সৌদি কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানান, “দ্বিতীয় একটি বিমান প্রেসিডেন্ট সালেহর পরিবারকে বহন করে সৌদিআরবে নিয়ে যায়। ”

উপসাগরীয় অঞ্চলের একজন কূটনীতিক সূত্র বলেন, “সৌদি ডাক্তাররা একটি জার্মান চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করার পরই প্রেসিডেন্ট সালেহকে রিয়াদে নিয়ে আসা হয়েছিল। ”

গত শুক্রবার প্রেসিডেন্ট সালেহ বিরোধী দলের রকেট হামলায় আহত হন। এসময় প্রেসিডেন্ট ও তার কর্মকর্তারা প্রেসিডেন্ট কম্পাউন্ড পার্শ্ববর্তী এক মসজিদে নামাজ পড়ছিলেন। এই হামলায় মারা যায় ৭ জন গার্ড এবং আহত হয় ৮ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ০৫ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।