ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ৫, ২০১১
লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ত্রিপোলি: বেনগাজী শহরে লিবিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। লিবিয়াতে ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টারের সফল অভিযানের পরপরই লিবিয়া সফরে গেলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।



এসময় তিনি দেশটির জাতীয় অন্তবর্তীকালীন পরিষদের (এনটিসি) চেয়ারম্যান আবদুল জলিলের সঙ্গে রাজনৈতিক রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।

গাদ্দফির আগ্রাসন পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার এই পরিষদটিকে স্বীকৃতি দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমকে হেগ বলেন, “লিবিয়াতে আসার মূল উদ্দেশ্যই হলো লিবিয়ার জনগণের পাশে দাঁড়ানো এবং লিবিয়ার যোগ্য প্রতিনিধি হিসেবে জাতীয় অন্তবর্তীকালীন পরিষদকে সাহায্য করা। ”

তিনি বলেন, “যুক্তরাজ্য লিবিয়ার শক্তিশালী এবং সত্যিকারের বন্ধু হতে চায়। যখন গাদ্দাফি নিরীহ জনগণের ওপর হামলা চালানো শুরু করেছিল, তখনও আমরা চোখ বন্ধ করে ছিলাম না আর এখনও চোখ বন্ধ করে নেই বলেও হেগ জানান। ”

তিনি আরও বলেন, “আমরা যা ভেবেছিলাম তার চেয়েও বেশি আশাবাদী লিবিয়ার জনগণ। ”

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ০৫ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।