ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে বোমা হামলায় নিহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ৫, ২০১১
পেশোয়ারে বোমা হামলায় নিহত ৬

পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ারের মাতানি শহরে বোমা হামলায় অন্তত ৬ জন মারা গেছে। এতে ১০ জন আহত হয়েছে বলে জানায় পেশোয়ারের পুলিশ জানিয়েছে।



পেশোয়ার পুলিশ কমান্ডার জানায়, মাতানি শহরের বাস স্ট্যান্ডের কাছে এ বোমাটি পুঁতে রাখা হয়েছিল।

মাতানি শহরটি আফগানিস্তান সীমান্ত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণহীন আদিবাসী এলাকার পাশে অবস্থিত।
এই বোমা হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

বিন লাদেন হত্যা পরবর্তী সময়ে এটাই পাকিস্তানে সর্বশেষ সন্ত্রাসী হামলা। শনিবার পাকিস্তানের ওয়াজিরিস্তানে জঙ্গী নেতা ইলিয়াস কাশ্মিরী মার্কিন ড্রোন হামলায় নিহত হবার পরপরই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘন্টা, ০৫ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।