ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশি বাধায় রামদেবের অনশন কর্র্মসূচি পণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ৫, ২০১১
পুলিশি বাধায় রামদেবের অনশন কর্র্মসূচি পণ্ড

নয়াদিল্লী: ভারতে দুর্নীতির বিরুদ্ধে অনশনরত বাবা রামদেবকে শনিবার দিবাগত রাতে রামলীলা ময়দান  থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।   এসময় বাধা দিলে রামদেবের অনুসারীদের ওপর টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করা হয়।

এতে বেশ কয়েকজন অনুসারী আহত হয়।

রামদেব শনিবার বিকেল থেকে দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন।

মধ্যরাতে দিল্লী পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স পূর্ব পরিকল্পনা অনুযায়ী রামলীলাতে রামদেব এবং তার ঘুমন্ত অনুসারীদের ওপর চড়াও হয়।

এসময় রামদেব পুলিশ বাহিনীকে এড়িয়ে যেতে চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে না যেতে মাইকে তার অনুসারীদের অনুরোধ করেন।

রামলীলা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর রামদেব অন্য কোথাও চলে গেছেন বলে জানিয়েছে দিল্লী পুলিশ ও মুখ্যমন্ত্রী।

রামদেবের অনশনে সমর্থন দিতে চণ্ডিগড় থেকে আসা ভারতের এক সাবেক নৌসেনা বলেন, ‘পুলিশ এখানে যা করেছে তা রীতিমত বিরক্তিকর এবং বর্বোরোচিত। ’

এদিকে গোপন স্থান থেকে একটি টিভি চ্যানেলকে দেওয়া এক স্বাক্ষাতকারে রামদেব বলেন, ‘আমার অনুসারীরা কোনো পাপ করেনি। তবু কেনো তাদের ওপর এ বর্বর হামলা? তারা যদি আমাকে গ্রেপ্তার করতে চাইতো তাহলে নিয়ম নীতি মেনে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আসতে পারতে। কেনো তারা রাতের বেলা চোরের মতো আসলো?’

তিনি এসময় জনগণকে পুলিশের এই বর্বর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন।

ওদিকে কংগ্রেসের দ্বিগি¦জয় সিং বলেন, ‘রামদেব একজন ঠগ এবং তিনি পুরো জাতিকে দিগভ্রান্ত করতে চায়। তাকে শুধুমাত্র যোগসাধনা করার জন্য জায়গা দেওয়া হয়েছিল কিন্তু তিনি ওখানে বসে জনগণকে খেপানোর চেষ্টা করছেন। দিল্লীতে কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, তা আমরা হতে দিতে পারি না। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।