ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটন ফোবানা সফল করার অঙ্গীকার

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুন ৬, ২০১১
ওয়াশিংটন ফোবানা সফল করার অঙ্গীকার

ওয়াশিংটন ডিসিঃ আমেরিকান বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠেয় ওয়াশিংটন রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজক কমিটির এক সভা রোববার ফলস্ চার্চের কাবাব এক্সপ্রেস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত¦ করেন আয়োজক কমিটির কনভেনার জি আই রাসেল ও পরিচালনা করেন মেম্বার সেক্রেটারি ওবায়দুল হক অভি।

সভায় বত্তপ্তব্য রাখেন ড. আবদুর রাজ্জাক, রফিক পারভেজ, করিম বাচ্চু, এজেএম হোসেন, মাসুদুর রহমান, মাহফুজ শুভ্র, কামরুল ইসলাম কামাল, মুনির পাটোয়ারি প্রমুখ।

এটিই নবগঠিত ফোবানা হোস্ট কমিটির প্রথম সভা।

এতে ফোবানা সমে¥লনকে সফল করার জন্য উপস্থিত কর্মী সমর্থকরা তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় আসন্ন ফোবানা সম¥লন সফল করার জন্য করনীয় দিকগুলো নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।

আমেরিকান আবাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত ফোবানা সমে¥লন ২০১১ এর হোস্ট কমিটির এই সভায় আরো উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম অশ্রু, জিয়াউল হাদী, ফিরোজ আলম, নুরুল আলম, আবদুস সালাম, শহিদুর রব, কবিরুল ইসলাম, আলবাব হোসাইন সোহাগ, মনিরুজ্জামান, সোহরাব হোসাইন, মোহাম¥দ উদ্দীন, এজেএম হোসাইন, জাহিদ হাসান, তৈয়বুর হোসাইন, মোহাম¥দ হোসেন, মাসুদ হোসাইন, মজনু মিয়া, সালাউদ্দীন আহমেদ, কে এম আমিন, মোহাম¥দ মুসা, মোহাম¥দ আলম, ওবায়দুল হক অভি, মাসুদুর রহমান, হারুন উর রশীদ, খন্দকার জি হাসান, মোহাম¥দ সালা উদ্দীন তপন, রিয়াজ রিপন, আরাফাত জাহাঙ্গীর, নূরুল চৌধুরী, মোহাম¥দ আলভী, মোহাম¥দ নাজমী, রাসেল মোহাম¥দ ইমন, শাহাদাত হোসাইন হিরন, হুমায়ুন কবির, নুর মোহাম¥দ লিটন, মাহমুদুর রহমান, কামাল পাশা, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, নাছির উদ্দীন, জামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, জুন ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।