ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয় পেয়েছেন আলাসানে উত্তারা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন।
রোববার (২৫ অক্টোবর) আইভরি কোস্টে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। আর বুধবার (২৮ অক্টোবর) এর ফল ঘোষিত হয়।
এতে ৮৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন আলাসানে উত্তারা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক প্রধানমন্ত্রী প্যাসকেল আফি এন’গুয়েসান পেয়েছেন ৯ দশমিক ২৯ শতাংশ ভোট।
দেশটির নির্বাচন কমিশনার ইউসুফ বাকাওকো এক বিবৃতিতে বলেন, আলাসানে ২১ লাখ ১৮ হাজার ২২৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ভোটার উপস্থিতির হার ছিল ৫৪ দশমিক ৬৩ শতাংশ।
উল্লেখ্য, আইভরি কোস্টে রোববারের প্রেসিডেন্ট নিবার্চনে প্রায় ৬০ লাখ ভোটার ২০ হাজার কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএইচ