ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির গোয়েন্দা সদর দপ্তরে ন্যাটোর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ৭, ২০১১
গাদ্দাফির গোয়েন্দা সদর দপ্তরে ন্যাটোর বিমান হামলা

 

ত্রিপোলি: ন্যাটো বিমান বাহিনী গাদ্দাফির গোয়েন্দা সদর দপ্তরে বিমান হামলা চালিয়েছে।   গাদ্দাফির প্রশাসন পদ্ধতি গুড়িয়ে দেবার জন্য এ হামলা চালানো হয়েছে বলে জানায় ন্যাটো মুখপাত্র মেজর জেনারেল নিক পোপ।

সোমবার রাতে ব্রিটিশ রাজকীয় যুদ্ধাবিমান টর্নেডো এবং টাইফুন একযোগে গোয়েন্দা সদরদপ্তরে এ হামলা চালায়। এই হামলা চলাকালীন সময়ে মিত্র বাহিনীর অন্য সদস্যরাও ত্রিপোলিতে গাদ্দাফির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানে বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায় প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা মেজর জেনারেল নিক পোপ।

এদিকে লিবিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘ন্যাটো পরিচালিত যুদ্ধবিমানগুলো রাষ্ট্রীয় তথ্য সম্প্রচার কেন্দ্রেও হামলা চালায় যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছে। ’

লিবিয়ার তথ্যমন্ত্রণালয়ের অভিযোগ অস্বীকার করে ন্যাটোর উইং কমান্ডার মাইক ব্র্যাকেন বলেন, ‘আমরা লিবিয়ার তথ্য সম্প্রচার কেন্দ্রে কোনো প্রকার হামলা করিনি। আমাদের যুদ্ধ বিমান শুধু গাদ্দাফির গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘন্টা, ০৭ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।