ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় চপলায় বিপর্যস্ত ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ঘূর্ণিঝড় চপলায় বিপর্যস্ত ইয়েমেন

ঢাকা: ঘূর্ণিঝড় চপলার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক অস্থিরতায় ইতিমধ্যেই বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন।

সম্প্রতি আঘাত হানা ঝড়ে দেশটিতে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েই চলেছে।

যদিও দেশটির সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সঠিক কোন হিসাব এখন পর্যন্ত জানানো হয়নি। গত সোমবার (২ নভেম্বর) ইয়েমেন উপকূলে আঘাত হানে ঝড়টি।

দেশটির আবহাওয়া দপ্তরের দেয়া এক বিবৃতিতে বলা হয়,মৌসুমি ঝড়টি ইয়েমেনের সমুদ্র তীরবর্তী শহর আল মুকাল্লায় আঘাত হেনেছে। যার প্রভাবে উপকূলবর্তী এলাকায় ১-৪ মিটার উচ্চতার জলোচ্ছাসের পাশাপাশি ঘন্টায় ১১৭কিমি (৭২ মাইল) বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে।

এর আগে ঝড়টি ঘণ্টায় প্রায় ১৯৫ কি.মি বেগে দেশটির ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ সেকেট্রো অতিক্রম করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ঘূর্ণিঝড় চপলাকে ‘ক্যাটাগরি ১’ ঘূর্ণিঝড় হিসেবে অভিহিত করেছে। ঝড়টিকে আরব সাগরে ইতিহাসে এ যাবত কালের দ্বিতীয় শক্তিশালী ঝড় হিসেবে অভিহিত করেছে তারা।
 
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।