ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনী বিদ্রোহীদের দেয়া আলোচনা প্রস্তাব নাকোচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুন ৮, ২০১১
ইয়েমেনী বিদ্রোহীদের দেয়া আলোচনা প্রস্তাব নাকোচ

সানা: বিরোধী দলের দেয়া যৌথ আলোচনা প্রস্তাব নাকোচ করে দিয়েছে ইয়েমেন সরকার। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটির বিরোধী দল সরকারের কাছে এ রাজনৈতিক আলোচনার প্রস্তাব দেয়।

 

ইয়েমেন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ দেশে ফেরা না পর্যন্ত কোনো আলোচনা নয়। ’

মঙ্গলবার প্রায় হাজারখানেক প্রতিবাদকারী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুরের বাসভবনের সামনে জমায়েত হয়। এসময় তারা একটি অন্তবর্তীকালীণ পরিষদ গঠনের দাবি জানান এবং এই পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তারা ঘুমাবেও না এমনকি বসবেও না বলেও জানায়।

প্রেসিডেন্ট সালেহর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘বিরোধী দলের দেয়া আলোচনা প্রস্তাবটি হাস্যকর। প্রেসিডেন্ট সালেহ না ফেরা পর্যন্ত কোনো রাজনৈতিক আলোচনাই হবে না। সালেহ এখনও ইয়েমেনের প্রেসিডেন্ট। ’

এদিকে বিদ্রোহী সেনা এবং সরকারী সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষ ইয়েমেনের দ্বিতীয় বৃহৎ শহর তাজেও ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘন্টা, ০৮ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।