ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরীর মৃত্যুর প্রমাণ চায় তার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ৮, ২০১১
কাশ্মিরীর মৃত্যুর প্রমাণ চায় তার পরিবার

থাতি: পাকিস্তানে বসবাসরত আল কায়েদা নেতা ইলিয়াস কাশ্মিরীর পরিবার তার মৃত্যুর প্রমাণ চেয়েছে। আল কায়েদার এই কমান্ডার আফগান সীমান্তে যুক্তরাষ্ট্র পরিচালিত মনুষ্য বিহীন বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করে পাকিস্তান সরকার।

যদিও ওয়াশিংটন পাকিস্তানের এই দাবি নাকোচ করে দেয়।
 
ইলিয়াস কাশ্মিরীর পরিবার পাকিস্তান এবং ভারত শাসিত কাশ্মিরের সীমান্তবর্তী অঞ্চল থাতিতে বসবাস করে। কাশ্মিরীর বড় ভাই চৌধুরী আসগর চার সন্তান এবং স্ত্রীকে দেখাশুনা করে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে কাশ্মিরীর মৃত্যু প্রসঙ্গে তার বড় ভাই আসগর বলেন, ‘গত ৬ বছরে তাকে আমরা একবারও দেখিনি। সে তার পরিবারের জন্য কোনো অর্থও পাঠায়নি। আমাকেই কাশ্মিরীর রেখে যাওয়া স্ত্রী-সন্তানদের বোঝা টানতে হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘তার সন্তানরা প্রায়ই না খেয়ে কাঁদতে কাঁদতে স্কুলে যায়। খেতে না পেয়ে তার স্ত্রীকে বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়। আমরা এখনও তার মৃত শরীর বা শরীরের কোনো অংশ দেখিনি যা দেখে আমরা বিশ্বাস করতে পারি ইলিয়াস মারা গিয়েছে। আমরা নিরেট প্রমাণ চাই। ’

‘আমরা তাকে এসব কাজ বন্ধ করে পারিবারিক জীবন শুরু করতে বলেছিলাম কিন্তু সে তা শোনেনি বলেও জানায় আসগর। ’

থাতি গ্রামের ৫০ বছর বয়সী এক দোকানদার বলেন, ‘আমরা বিশ্বাস করি না সে মারা গেছে। ’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘন্টা, ০৮ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।