ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পুতিন, তৃতীয় ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পুতিন, তৃতীয় ওবামা

ঢাকা: পশ্চিমাদের নিন্দাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই যেন টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হয়েছেন তৃতীয়।



প্রতি বছরের মতো এ বছরও ফোর্বস ম্যাগাজিন প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। স্থানীয় সময় বুধবার (০৪ নভেম্বর) ৭৩ জনের এ তালিকা প্রকাশিত হয়।

চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে তালিকাটি প্রণয়ন করেছে ফোর্বস। এগুলো হলো- মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি কি পরিমাণ অর্থের নিয়ন্ত্রক, কতো সংখ্যক মানুষের ওপর তার প্রভাব, বিশ্বের কতোটা স্থানজুড়ে তিনি প্রভাব বিস্তার করে আছেন ও কিভাবে তিনি তার ক্ষমতা ব্যবহার করেন।

এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সবচেয়ে প্রভাবশালী নারী ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। গত বছরের তালিকায় তিনি পঞ্চম অবস্থানে ছিলেন। আর গতবারের মতো এবারও চতুর্থ অবস্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস।

২০১৪ সালের প্রভাবশালী ব্যক্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবার পাঁচে নেমে গেছেন।

এবারের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সপ্তমে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেনেট ইয়েলেন। আর অষ্টমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, নবমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দশমে রয়েছেন প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।