ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ৮, ২০১১
ভারতে বাস দুর্ঘটনায় নিহত ২২

চেন্নাই: ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি বাস মঙ্গলবার রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে আগুন লাগলে কমপক্ষে ২২ যাত্রী নিহত হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি মঙ্গলবার একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ওই প্রাণহানির ঘটনা ঘটে।



বাসটি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ত্রিপুরা যাচ্ছিল।
   
বেপড়োয়া গাড়ি চালানো এবং লক্কড়-ঝক্কর মার্কা গাড়ির কারণে ভারতে বাস দুর্ঘটনা খুবই নিয়মিত বিষয়।

পুলিশ জানায়, বাসটিতে ২৪জন যাত্রী ছিল। মুখোমুখি দুটি ট্রাকের সংঘর্ষ এড়াতে গিয়ে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

২৪ যাত্রীর মধ্যে চালকসহ দুইজন বেরিয়ে আসতে সক্ষম হয় এবং বাকিরা জীবন্ত প–ড়ে মারা যায়।

গতমাসে উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিয়ের যাত্রীবাহী একটি বাস নদীতে ডুবে গেলে কমপক্ষে ২৫ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।