ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ ভবন থেকে সূর্যোদয় পর্যবেক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
বিশ্বের সর্বোচ্চ ভবন থেকে সূর্যোদয় পর্যবেক্ষণ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থাপিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা থেকে খুব শিগগিরই সূর্যোদয় পর্যবেক্ষণের সুযোগ তৈরি হচ্ছে।

বুর্জ খলিফা কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (০৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



বৃহস্পতিবার বুর্জ খলিফা কর্তৃপক্ষ জানায়, খুব শিগগিরই বুর্জ খলিফা থেকে দর্শনার্থীরা সূর্যোদয় দেখতে পাবেন। এ জন্য দর্শনীর্থীদের কাছে সপ্তাহে শুক্রবার ও শনিবার টিকিট বিক্রি করা হচ্ছে।

ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীরা ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১২৪ তলা থেকে সূর্যোদয় পর্যবেক্ষণ করতে পারবেন।

এ জন্য প্রাপ্তবয়স্ক দর্শনাথীদের জন্য ১২৫ দিরহাম বা ৩৪ ডলার (বাংলাদেশি টাকায় দুই হাজার ৬৫৬ টাকা) এবং চার থেকে ১২ বছর বয়সীদের ৯৫ দিরহাম বা ২৬ ডলার (বাংলাদেশি টাকায় দুই হাজার ৩১ টাকা) মূল্যের টিকিট কাটতে হবে। তবে চার বছরের কম বয়সীদের প্রবেশ মূল্য ফ্রি।

এর আগে ২০১০ সালে ৪ জানুয়ারি ৮৮১ মিটার বা দুই হাজার সাতশ’ ১৭ ফুট (প্রায় আধা মাইল) উচ্চতার এই সর্বোচ্চ ভবনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।