ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌরশক্তি চালিত আন্তর্জাতিক ট্রেনের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ৮, ২০১১
সৌরশক্তি চালিত আন্তর্জাতিক ট্রেনের যাত্রা শুরু

অ্যান্টোয়ার্প: সৌরশক্তি চালিত উচ্চগতি সম্পন্ন আন্তর্জাতিক ট্রেনের যাত্রা শুরু হলো গত সোমবার। ফ্রান্সের উদ্যোগে ট্রেনটি প্রথম যাত্রা করে প্যারিস-আমস্টার্ডাম রুটে।



রেল লাইনের পাশে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ শক্তিতে আন্তর্জাতিক ট্রেন চালুর ঘটনা বিশ্বে এই প্রথম।

উত্তর বেলজিয়ামের অ্যান্টুয়ার্প হয়ে যাওয়া ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ টানেলে ১৬ হাজার সৌর প্যানেল স্থাপর করা হয়েছে। এতে খরচ পড়েছে এক কোটি ৫৬ লাখ ইউরো। প্যানেলগুলো আনুমানিক ৮টি ফুটবল মাঠের সমান।

এ প্যানেলগুলি সম্মিলিতভাবে ৩ হাজার ৩শ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে। এক হাজার পরিবারের এক বছরে খরচ হওয়া মোট বিদ্যুতের পরিমাণ এটি।

নেদাল্যান্ড সীমন্তের দিকে গত সোমবার অ্যান্টোয়ার্প ত্যাগ করে এই ‘সবুজ ট্রেন’। ১২ কিলেমিটার বা তারও বেশি দুরত্বে ট্রেনটি সাধারণ যাত্রী এবং শিক্ষার্থীদের নিয়ে ভ্রমণ করে। সৌরপ্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের লাইনটি রেল লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ইঞ্জিনে বিদ্যুত সরবরাহ করতে এই লাইনটি আবার ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়।
 
এই বিশেষ ট্রেন সার্ভিসের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেডারিক সেকার বলেন, উৎপাদিত বিদ্যুত রেলের ইঞ্জিনে বিদ্যুত সরবরাহসহ রেল লাইনে আলো ও সিগনাল ব্যবস্থা পরিচালনার কাজেও ব্যবহার করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠান এফিনিটির প্রধান স্টিভেন ডি টোলানির বলেন, ‘বিদ্যুতশক্তি চালিত যান ব্যবহারের ফলে আমরা শক্তির অপচয় এবং পরিবহন খরচ কমাতে পারি। এ উদ্যোগ দেশের ভর্তুকি নির্ভর জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে জলবায়ু বিপর্যয় রোধের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। ’

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।