ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুর: প্রেসিডেন্ট পদে লড়বেন শ্রমিক নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ৮, ২০১১
সিঙ্গাপুর: প্রেসিডেন্ট পদে লড়বেন শ্রমিক নেতা

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (এনটিইউসি) সাবেক নেতা তান কিন লিয়ান দেশটির প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন। দেশটিতে আগামী ৩১ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।



 প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা পোষণ করে লিয়ান তার নিজের ব্লগে লেখেন: ‘যোগ্যতার সনদ পেলে আমি লড়ব। ’

প্রেসিডেন্ট নির্বাচিত হলে তান দেশের ব্যাংক রিজার্ভ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তান বলেন, সাবেক প্রেসিডেন্ট অং তেং চং ও এ বিষয়টিতে মনোযোগ দিতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন। পরবর্তী প্রেসিডেন্টের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হবে।
 
তান জানান, ব্যাংক রিজার্ভ নিয়ে সিঙ্গাপুরবাসীরা দুটি বিষয়ে তাদের উদ্বেগের কথা ইন্টারনেটে জানিয়েছে।

একটি হলো কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ডের নিরাপত্তা। এ ক্ষেত্রে উদ্বেগটা হলো- সিঙ্গাপুরের জনগণ তাদের সময় মতো ব্যাংক  থেকে টাকা উঠাতে থাকলে তা দিতে সরকারের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে কিনা।
 
অন্যটি হলো বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে সিঙ্গাপুরে যথেষ্ট ব্যাংক রিজার্ভ থাকা যাতে সংকটকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়।
 
তান আরো বলেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সিঙ্গাপুরের জনগণের পরিস্কার ধারণা থাকতে হবে। সেই সঙ্গে সমস্যা সমাধানে জনগণের ঐকমত্যেরও প্রয়োজন রয়েছে।

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ বিনিয়োগের নীতিমালা নিয়েও কথা বলেছেন তান।

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো দেশের সম্পদ বৃদ্ধির লক্ষ্যে প্রত্যক্ষ বিনিয়োগে অংশ নেবে নাকি বাজার পর্যবেক্ষণ ছাড়াই রক্ষণশীল নীতি গ্রহণ করবে? এ প্রশ্নের জবাবে তান বলেন, অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে রক্ষণশীল নীতি গ্রহণের পক্ষে তার মত। লক্ষ্য অর্জনে সরাসরি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রভাব খাটানোরও পক্ষে তিনি।

তবে সিঙ্গাপুরের সংবিধান অনুযায়ী এ ক্ষেত্রে প্রেসিডেন্টের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ বিষয়টিতে জনগণের মতামত দেওয়াকে স্বাগত জানিয়েছেন মি. তান।

বালাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।