ঢাকা: বিহারের নির্বাচনে হারের মুখে বিজেপি জোট। মোদিকে টেক্কা দিতে চলেছেন নিতীশ কুমার-লালু প্রসাদ যাদবের মহাজোট।
রোববার বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গণনায় ভারতীয় মিডিয়ার বরাতে প্রাপ্ত শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে আছে মহাজোট।
ভারতের অন্যতম প্রধান সংবাদপত্র টাইমস ইন্ডিয়ার অনলাইন ভার্সনে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী মোট ২৪৩টি আসনের মধ্যে নিতীশ-লালু-কংগ্রেস মহাজোট এগিয়ে আছে ১৪৯টি আসনে। অপরদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৮৮টি আসনে। ৫টি আসনে এগিয়ে অন্যান্য দলগুলোর প্রার্থীরা।
এদিকে রোববার সকাল থেকেই বিহারের ভোট গণনায় নাটকীয় মোড়। সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। প্রাথমিক প্রবণতা বলছিল, লালু-নীতীশ-কংগ্রেসের মহাজোটের চেয়ে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে সকাল একটু গড়াতেই প্রবলভাবে লড়াইয়ে ফিরে আসে মহাজোট।
সকালে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) খুলতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের গণনা কেন্দ্র থেকে এনডিএ প্রার্থীদের এগিয়ে যাওয়ার খবর আসতে শুরু করে। তবে একটু দেরিতে হলেও বেশ কিছু আসনে এগোতে শুরু করেন মহাজোটের প্রার্থীরা। বেলা একটু গড়াতেই স্পষ্ট হয় মহাজোটের জয়ের আভাস।
এ পরিস্থিতিতে মহাজোটের অন্যতম শরীক জনতা দল (ইউনাইটেড) নেতা শরদ যাদব নিজেদের দলের বিজয় দাবি করেন। তিনি বলেন, মহাজোট ১৫০টিরও বেশি আসনে জিতে বিহারের সরকার গঠন করবে।
এদিকে টানটান উত্তেজনার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সমস্ত গণনা কেন্দ্রে।
উল্লেখ্য, গত অক্টোবর ও চলতি নভেম্বর মাসে মোট ৫ ধাপে অনুষ্ঠিত হয় ২৪৩ আসনের বিহার বিধানসভার নির্বাচন।
বাংলাদেশ সময়: ১০৫৫/১১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরআই