ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে তল্লাশিচৌকিতে জঙ্গি হামলায় ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ৯, ২০১১
পাকিস্তানে তল্লাশিচৌকিতে জঙ্গি হামলায় ৮ সেনা নিহত

ওয়াজিরিস্তান: পাকিস্তানের ওয়াজিরিস্তানে সামরিক তল্লাশিচৌকিতে জঙ্গি হামলায় আট জন সেনাসদস্য এবং পাল্টা হামলায় ১২ জন জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রথমে হামলা চালায় জঙ্গিরা।



এ হামলায় জঙ্গিরা ভারি অস্ত্রশস্ত্র ও রকেট ব্যবহার করেছে। এসময় সেনাবাহিনীর পাল্টা-হামলায় নিহত হয় ১২ জঙ্গি। তালেবান জঙ্গিরাই এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

জানা যায়, প্রায় ১০০ জনের একটি সশস্ত্র জঙ্গিদল রকেট লাঞ্চার দিয়ে ওয়াজিরিস্তানে আফগানিস্তানের সীমান্তবর্তী তল্লাশিচৌকিতে এ হামলা চালায়।

চলতি মাসের শুরুতেই ওয়াজিরিস্তানেই মানববিহীন মার্কিন বিমান হামলায় নিহত হন আলকায়েদা নেতা ইলিয়াস কাশ্মীরি।

অনেক জঙ্গিই আধা-স্বায়ত্বশাসিত ওয়াজিরিস্তানে নিরাপদ আশ্রয় বিবেচনা করে। তবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলটিকে পৃথিবীর “সবচেয়ে ভয়াবহ স্থান” হিসেবে বর্ণনা করেছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।