ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন শিল্পী মকবুল ফিদা হুসেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ৯, ২০১১
চলে গেলেন শিল্পী মকবুল ফিদা হুসেন

লন্ডন: চলে গেলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে  তিনি লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালে মারা যান।

তার বয়স হয়েছিল ৯৫ বছর।

২০০৬ সালে মকবুল ফিদা ভারত ছেড়ে লন্ডনে চলে যান। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী স্বরস্বতীর  বিবসন চিত্র আঁকার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ওইসময় ভারতের উগ্রবাদী দলগুলো তার চিত্রকর্মগুলো নির্বিচারে ধ্বংস করে দেয়।

‘ভারতের পিকাসো ’ হিসেবে পরিচিত মকবুল ফিদা হুসেন ১৯৭৩ সালে ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার পান। ২০০৬ সালে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।   এছাড়া  মৃত্যুর হুমকি পেয়ে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। গত দেড় মাস তার স্বাস্থ্য ভাল যাচ্ছিল না।

তিনি কয়েকটি চলচ্চিত্রও পরিচালনা করেন। এর মধ্যে ১৯৬৭ সালে তার প্রথম পরিচালিত ছবি ‘থ্রু দ্য আইজ অব আ পেইন্টার’। চলচ্চিত্রটি বার্লিন উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার লাভ করে।

তিনি জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে প্রায়ই তার কাজের অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করতেন। মাধুরীকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে তিনি ‘গজগামিনী’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এছাড়াও ‘মীনাক্ষী: এ টেল অব থ্রি সিটিজ’ নামের আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেন। এতে অভিনয় করেন আরেক জনপ্রিয় অভিনেত্রী টাবু।

২০১০ সালে তিনি কাতারের নাগরিকত্ব নেন।

ভারতের চিত্রকরদের মধ্যে মকবুল ফিদাই একমাত্র ব্যক্তি ছিলেন যার কাজ আন্তর্জাতিকভাবে নিলামে ওঠে। এমনকি এক কোটি রুপির অধিক দামে তার চিত্রকর্ম বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ০৯ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।