ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পরাজয় মেনে নিয়েছে মায়ানমারের ক্ষমতাসীনরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
পরাজয় মেনে নিয়েছে মায়ানমারের ক্ষমতাসীনরা ছবি: সংগৃহীত

ঢাকা: পরাজয় মেনে নিয়েছে মায়ানমারের ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।

সোমবার (০৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউএসডিপি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাতাই উ বলেছেন, আনুষ্ঠানিক ফলাফল আসতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও আমরা পরাজয় মেনে নিয়েছি।



রোববার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত হয় মায়ানমারের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এদিন রাত থেকেই শুরু হয় গণনা। সোমবার (০৯ নভেম্বর) ঘোষিত হওয়ার কথা রয়েছে এর ফলাফল।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর মায়ানমারের নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে তিন কোটি ভোটারের ৮০ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে, সোমবার গণনা চলাকালেই এনএলডি’র এক মুখপাত্র দাবি করেছেন, গৃহীত ভোটের ৮০ শতাংশই তাদের পক্ষে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএইচ

** মায়ানমারে জয়ের পথে সু কি’র দল
** নির্বাচনের ফলের অপেক্ষায় মায়ানমারের জনগণ
** শেষ হয়েছে মায়ানমার নির্বাচনের ভোটগ্রহণ
**  মায়ানমারের নির্বাচনে চলছে ভোটগ্রহণ
** প্রেসিডেন্টকেও টপকে যাবেন সু কি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।