ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্দানে দুই মার্কিনিসহ তিন বিদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জর্দানে দুই মার্কিনিসহ তিন বিদেশিকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: জর্দানে এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে দুই মার্কিনিসহ তিন বিদেশিকে গুলি করে হত্যা করেছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। নিহত অপর বিদেশি দক্ষিণ আফ্রিকার নাগরিক।



স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিদেশি ওই তিন প্রশিক্ষককে সোমবার (০৯ নভেম্বর) হত্যা করা হয়। এ ঘটনায় অন্তত দুই জর্দানীয় পুলিশ সদস্যও নিহত হয়েছেন। প্রশিক্ষণ কেন্দ্রটি রাজধানী আম্মান থেকে ৩০ কিলোমিটার দূরবর্তী আল-মোয়াজের এলাকায় অবস্থিত।

খবরে জানানো হয়, হামলাকারী গুলি শুরু করলে তার সহকর্মীরা পাল্টা জবাব দেয়। এতে তারও মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্র জর্দানের সঙ্গে নিবীড়ভাবে কাজ করছিলো উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।