ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লুফথানসা কর্মীদের ধর্মঘটে বিপাকে লক্ষাধিক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
লুফথানসা কর্মীদের ধর্মঘটে বিপাকে লক্ষাধিক যাত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: খরচ কমাতে জার্মান এয়ারলাইন্স লুফথানসা’র নতুন নীতির বিরোধিতা করে ও আরও উন্নত অবসর ভাতার দাবিতে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের চলমান ধর্মঘটে বিপাকে পড়েছেন লক্ষাধিক যাত্রী।

বুধবার (১১ নভেম্বর) লুফথানসা’র ৯৩১টি ফ্লাইট বাতিল হয়ে যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইন্সটি।



এদিকে, ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ইউনিয়ন (ইউএফও) জানিয়েছে, সমস্যা নিরসনে লুফথানসার সঙ্গে তাদের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন।

ইউএফও’র দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, লুফথানসার ১৯ হাজার কর্মীদের কেউ যদি স্বেচ্ছায় সময়ের আগে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে উপযুক্ত অবসর ভাতার নিশ্চয়তা দিতে হবে। এছাড়া খরচ কমানোর অংশ হিসাবে এয়ারলাইন্সটি যে নতুন নীতির পথে হাঁটছে, তাতেও সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

এসব দাবিতে গত ০৬ নভেম্বর আন্তর্জাতিক সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) ধর্মঘট শুরু করে ইউএফও। সাময়িক বিরতি দিয়ে ০৭ নভেম্বর থেকে ফের শুরু হয় এ ধর্মঘট।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএইচ
** ধর্মঘটে লুফথানসা এয়ারলাইন্স কর্মীরা, বিপাকে ৫৮ হাজার যাত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।