ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাসপাতালে ঢুকে ফিলিস্তিনিকে মারলো ইসরায়েলি এজেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
হাসপাতালে ঢুকে ফিলিস্তিনিকে মারলো ইসরায়েলি এজেন্ট

ঢাকা: পশ্চিম তীরের একটি হাসপাতালে ঢুকে এক ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশী এজেন্ট। অক্টোবরের শেষ দিকে ইসরায়েল-বিরোধী একটি হামলায় (নাইফ অ্যাটাক) জড়িত সন্দেহে তাকে হত্যা করা হয়।



বুধবার (১১ নভেম্বর) রাতে পশ্চিম তীরের হেভরন হাসপাতালে ঢুকে এ হত্যাকাণ্ড চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ‘শিন বেত’র ওই ছদ্মবেশী এজেন্ট। নিহত ফিলিস্তিনির নাম আবদুল্লাহ আজম শালালদেহ (২৭)।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীটির পক্ষ থেকে ‘অভিযান’ চালানোর কথা স্বীকার করে বলা হয়, গ্রেফতার অভিযানে বাধা দিতে গত ২৫ অক্টোবরে যে নাইফ অ্যাটাক চালানো হয়, তার সঙ্গে জড়িত সন্দেহ আজম শালালদেহকে গুলি করা হয়।

আজম শালালদেহ একটি ‘হামাস পরিবারের’ সদস্য বলেও দাবি করা হয় শিন বেতের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।