ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের সিনজার পুনরুদ্ধারের দাবি কুর্দিশ যোদ্ধাদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ইরাকের সিনজার পুনরুদ্ধারের দাবি কুর্দিশ যোদ্ধাদের ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের সিনজার শহর পুনরুদ্ধারের দাবি করেছে কুর্দিশ যোদ্ধারা। গত বছর শহরটি ইসলামিক স্টেট (আইএস) দখল করে নেয়।



শহরটির কাছে অবস্থানরত কুর্দিশ নেতা মাসুদ বারজানি বলেছেন, আমি এখানে সিনজারের স্বাধীনতা ঘোষণা করতে এসেছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, শহরের বিভিন্ন সড়কে অবস্থান করছিলেন কুর্দিশ পেশমার্গা বাহিনীর সদস্যরা।

সিনজার দখলের পর সেখানকার বাসিন্দা ইয়াজিদি সম্প্রদায়ের অনেককে হত্যা করেছে আইএস। এছাড়া সহস্রাধিককে দাস হিসেবে বন্দিও করে জঙ্গি সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।