ঢাকা: জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।
স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার কিছু পর এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) বলছে, এক ফুট উচ্চতার এ (৩০ সেন্টিমিটার) সুনামিতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ নিকানোশিমা এলাকা তলিয়ে যায়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে কাগোশিমা ও স্যাটসুনান দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চল থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, মাকুরজাকি শহর থেকে ১৪৪ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্পের উৎপত্তি।
এর আগে ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পে দেশটি বড় আকামের সুনামি সৃষ্টি হয়। এতে ১৮০০০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএ/