ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্যারিস হামলায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাতে প্যারিসের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা হামলা চালালে কর্মকর্তাদের বরাত দিয়ে দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর দেয় স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তবে, শনিবার (১৪ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, হামলায় ১২৭ জন নিহত হয়েছেন।

শনিবার দুপুর পর্যন্ত হামলায় হতাহতের সংখ্যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেড় শতাধিক বলে প্রচারিত হলেও ফরাসি প্রেসিডেন্ট ফ্র্যাঁসোয়া ওঁলাদের ভাষণের পর এ সংখ্যা বদলে যায়। এখন প্রায় সবগুলো সংবাদমাধ্যমই ওঁলাদের বরাত দিয়ে বলছে, সন্ত্রাসীদের বোমা-গুলিতে প্রাণ হারিয়েছেন ১২৭ জন।

‍ফরাসি প্রেসিডেন্ট তার ভাষণে নিহতের এ সংখ্যা জানানোর পাশাপাশি বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন অন্তত ১৮০ জন। এদের মধ্যে ৮০ জনের অবস্থাই গুরুতর। অবশ্য, তার ভাষণের আগে সংবাদমাধ্যমগুলোও প্রায় দেড়শ‘ মানুষ আহত হওয়ার খবর জানায়।

শুক্রবার দিনগত প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।