ঢাকা:‘এ যেন রক্তস্নান’, শুক্রবার রাতে বাতাক্লঁ থিয়েটারে অনুষ্ঠিত কনসার্টে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতিকে এভাবেই বর্ণনা করেন প্রত্যক্ষদর্শী এক রেডিও সাংবাদিক জুলিয়েন পিয়েরে। হামলার সময় প্যারিসের ইলিভেন্থ ডিস্ট্রিক্টে অবস্থিত বাতাক্লঁ থিয়েটারে তখন চলছিলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রক ব্যান্ড ইগলসের কনসার্ট।
ঘণ্টাব্যাপী সঙ্গীত পরিবেশনার পর যখন কনসার্ট শেষের পথে ঠিক তখনই স্বয়ংক্রিয় বন্দুক-বোমা নিয়ে হানা দেয় চার হামলাকারী। একনাগাড়ে দশ মিনিট ধরে চলে হত্যাযজ্ঞ। তাণ্ডবের পর বাতাক্লঁ পরিণত হয় মৃত্যুপুরীতে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো রক্তাক্ত মৃতদেহ। শোনা যাচ্ছিলো আহতদের কাতর ধ্বনি।
জুলিয়েন পিয়েরে বলেন, ‘মানুষ কাতরাচ্ছিলো, ব্যথায় কাঁদছিলো। দশ মিনিট ধরে গুলি চলে। এ সময় ফ্লোরে মাথা নিচু করে মেঝেতে শুয়ে মরার ভান করে থাকেন অনেকেই।
শুক্রবার রাতে বাতাক্লঁ ছাড়াও প্যারিস ও দানির আরও ৫টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। তবে তাদের যত ক্ষোভ ও হিংসা যেন উপচে পড়ে বাতাক্লঁতে।
এক বাতাক্লঁতে মাত্র দশ মিনিটের হত্যাযজ্ঞে মারা যান ১১২ জন। কনসার্ট দেখতে এ সময় হলটিতে ছিলো দেড় হাজার সঙ্গীত অনুরাগী।
বাতাক্লঁতে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় চার হামলাকারীর সবাই মারা যায়। তাদের মধ্যে তিনজনের পরনে ছিলো বিস্ফোরক বেল্ট।
তবে এই হামলায় ওই সময় হলটি সঙ্গীত পরিবেশনরত মার্কিন ব্যান্ড দল ইগলস অফ ডেথ মেটালের সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যান্ডটির এক ড্রাম বাদকের ভাই মাইকেল ডোরিও বলেন, তার ভাই ভালো আছে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই ব্যান্ডের সদস্যরা দ্রুত মঞ্চ থেকে নেমে পেছনে চলে যান।
এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা ছিলো খুবই শান্ত এবং লক্ষ্যে অবিচল। তারা অনবরত গুলি চালাচ্ছিলো। এ সময় তারা কালো পোশাক পরে থাকলেও কোনো মুখোশ পরে ছিলো না। তিনি এক হামলাকারীর মুখ দেখেছিলেন। তার বয়স ছিলো ২৫ বছরেরও কম। তাদের মধ্যে কোনো তাড়াহুড়ো ছিলো না। থিয়েটারের স্টেজের দিকে পিঠ দিয়ে একনাগাড়ে গুলি করছিলো তারা। তারা এমনভাবে গুলি করছিলো যেন আমরা পাখি।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরআই
** বাংলাদেশিদের তথ্য জানতে দূতাবাসে হটলাইন
** হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার
** শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট
** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা
** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ
** বাতাক্লঁয়ে হামলাকারীদের একজন ফরাসি নাগরিক
** প্যারিসে হামলায় ওবামার নিন্দা