ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে হামলায় যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
প্যারিসে হামলায় যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার ছবি : সংগৃহীত

ঢাকা: ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকারে রক্তাক্ত শিল্প-সংস্কৃতির পীঠস্থান প্যারিস। পৃথক হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১২৯ জন।

আহত সাড়ে ৩শ’। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টনসহ অন্য সব বড় শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোনো সন্ত্রাসী হামলার হুমিক নয়, পূর্ব সতর্কতার জন্যই এমন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো কারণ হিসেবে জানিয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বলছে, যেসব এলাকায় পর্যটকদের যাতায়াত রয়েছে সেসব স্থান এবং ম্যানহাটনে ফরাসি কনস্যুলেটে কাউন্টার টেররিজম রেসপন্স কমান্ড ও অন্যান্য স্পেশাল ইউনিটের কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

প্যারিসে নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে রাতে ফরাসি পতাকার রঙের আদলে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং এক সময়ের টুইন টাওয়ারের জায়গায় থাকা টাওয়ারে নীল, সাদা ও লাল আলোয় আলোকিত করা হয়।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।