ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলায় অংশ নেয় তিন ভাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
প্যারিস হামলায় অংশ নেয় তিন ভাই

ঢাকা: প্যারিস হামলায় তিন ভাই জড়িত বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর মধ্যে একজন ব্যাপকভাবে জড়িত থাকার কথা বলছে গোয়েন্দা সূত্র।



তিনজনের মধ্যে একজন আত্মঘাতী হামলায় মারা যান। একজন বর্তমানে ‍পাশ্ববর্তী দেশ বেলজিয়ামে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে অপরজনের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ওই তিনভাই হলেন- সালাহ আব্দেস্লাম, ইব্রাহিম আব্দেস্লাম ও ওমর ইসমাইল মোস্তেফাই। এর মধ্যে ২৯ বছর বয়সী ওমর ইসমাইল মোস্তেফাই আত্মঘাতী হামলা চালান।

ইতোমধ্যে সালাহ আব্দেস্লামের (২৬) ছবি প্রকাশ করেছে ফরাসি পুলিশ। বেলজিয়ামে জন্ম নেওয়া এ ব্যক্তিকে বিপজ্জনক বলেও মন্তব্য পুলিশের।

হামলার পরপরই সাত হামলাকারী নিহত হয়েছে বলে ফরাসি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজানুভে বলেছেন, বেলজিয়ামভিত্তিক একটি গ্রুপ প্রস্তুতি নিয়েই এ হামলা চালিয়েছে। আর তাদেরকে সহায়তা দিয়েছে ফ্রান্সেরই কেউ।

এদিকে, রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বাতাক্লঁ থিয়েটার হলের কাছে রিপাবলিক প্লাজায় গুলির আওয়াজ শোনা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে। তবে এ ব্যাপারে ফ্রান্স সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্যারিস হামলার ঘটনায় জারি করা জরুরি অবস্থা তিন মাস পর্যন্ত অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তার কথা মাথায় রেখেই ওঁলাদ এমন ইচ্ছার কথা জানিয়েছেন।

ফ্রান্সের সংবিধান অনুযায়ী, ১২ দিনের বেশি জরুরি অবস্থা অব্যাহত রাখতে হলে পার্লামেন্টে তা অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফরাসি হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া, আহত হয়েছে ৩৬২ জন। এদের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।