ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ড্রোন হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আফগানিস্তানে ড্রোন হামলায় নিহত ১২

ঢাকা: ড্রোন হামলায় আফগানিস্তানের দক্ষিণ প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি সংগঠন তালেবানের ১২ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১২ বেসামরিক লোক।



সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

দেশটির নানগারহার প্রদেশের গভর্নর আহমেদ জাই আবদুলজাই জানান, নিহতদের মধ্যে তিনজন অফগানিস্তানের এবং বাকি নয়জন বিদেশি নাগরিক।

বিদেশি নয়জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করে আফগান কর্তৃপক্ষ।

শনিবার খগইয়ানি জেলায় সরকার বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। যারা গত কয়েক মাস থেকে ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তালেবানের ওপর এই হামলা চালিয়েছে।

গত দুই সপ্তাহে নানগরহার প্রদেশের অচিন জেলায় আফগান সেনাবাহিনীর অপারেশনে ১৫০ আইএস জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেন আবদুলজাই।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।