ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধুমপান ছাড়লে আর মুটিয়ে যাওয়ার ভয় নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১০, ২০১১
ধুমপান ছাড়লে আর মুটিয়ে যাওয়ার ভয় নেই

ঢাকা: মুটিয়ে যাওয়ার ভয়ে অনেকে ধুমপান ছাড়তে চান না। তবে সত্যি সত্যিই যারা ধুমপান ছাড়তে চান তাদের জন্য এবার সুখবর নিয়ে এসেছেন মার্কিন বিজ্ঞানীরা।



সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক ধরনের ওষুধ আবিষ্কার করেছেন যা ধুমপান ছাড়ার পরও শরীরের ওজন বেড়ে যাওয়া প্রতিহত করবে।

বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, তামাকজাত দ্রব্যের মধ্যে থাকা নিকোটিন মস্তিষ্কের একধরনের প্রোটিনের ওপর প্রভাব ফেলে মানুষের মধ্যে ধুমপানে আসক্তি জাগায়। এর ফলে মস্তিষ্কে থাকা খাদ্য গ্রহণের প্রবণতা সৃষ্টিকারী প্রোটিনের ওপর একধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় যা খাবারের প্রতি মানুষের অনাসিক্ত জন্মায়। আর এরফলে বেশি খাদ্যগ্রহণের কারণে শরীরের ওজন বেড়ে যাওয়া বাধাগ্রস্ত হয়।

এক কথায় নিকোটিন মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের প্রোটিনের ওপর প্রভাব সৃষ্টির মাধ্যমে তামাক আসক্তি এবং ক্ষুধামন্দা তৈরি করে। আর এ কারণে ধুমপায়ীরা মুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান।

এই গবেষকরা এমন এক ধরনের বড়ি উদ্ভাবন করেছেন যা নিকোটিনের ভূমিকা ছাড়াই ওই প্রোটিনগুলোর ওপর একই ধরনের প্রভাব সৃষ্টি করবে। এর ফলে খাদ্য গ্রহণের প্রবণতা হ্রাস পাবে।
 
অতএব এ বড়ি সেবন করলে ধুমপান ছেড়ে দিলেও রক্ষা পাওয়া যাবে অস্বাভাবিক মুটিয়ে যাওয়ার হাত থেকে।
 
প্রাথমিকভাবে ইঁদুরের শরীরে ওষুধটি প্রয়োগ করে গবেষকরা দেখেছেন, মস্তিষ্কের উপরিভাগ থেকে নিকোটিনের সঙ্গে প্রতিক্রিয়াকারী প্রোটিনটিকে এ ওষুধ পুরোপুরি নিয়ন্ত্রণ করে এবং একইভাবে দ্বিতীয় প্রোটিনকেও।

ওষুধটির উদ্ভাবক গবেষক মেরিলা ডি বিয়াসি বলেন ‘আলফা-৩ বিটা-৪ নিকোটেনিং রিসেপটর প্রোটিনগুলো নিয়ন্ত্রণকারী এই ওষুধটি এখন শুধুমাত্র ইঁদুরের শরীরে সফল প্রয়োগ সম্ভব হয়েছে। তবে অল্প কিছু দিনের মধ্যে তা মানুষের শরীরেরও প্রয়োগ করা যাবে।

তার মতে, এর ফলে যারা ওজন বেড়ে যাওয়ার ভয়ে ধুমপান ছাড়ছেন না তাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসবে। এছাড়াও  এ উদ্ভাবন আসক্তি, ওজনবৃদ্ধি ও ধুমপানে আসক্তির কারণ বুঝার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে বলে মনে করেন তিনি।

একই সঙ্গে যারা অধুমপায়ী কিন্তু শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের ক্ষেত্রেও এ ওষুধ কার্যকর হবে বলে জানান গবেষকরা।

এ আবিষ্কারের ফলে ধুমপান ছাড়তে ধুমপায়ীরা আর কোনো অজুহাত দেখাতে পারবে না। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্যও এটি সহায়ক হবে বলে গবেষকদের আশা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।