ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

স্টেডিয়ামে কি ঘটেছিলো, জানেন না ফরাসি গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
স্টেডিয়ামে কি ঘটেছিলো, জানেন না ফরাসি গোয়েন্দারা ছবি: সংগৃহীত

ঢাকা: স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে ঠিক কি ঘটেছিলো, তা এখনও পরিস্কার নয় ফরাসি গোয়েন্দাদের কাছে। এমনকি প্যারিস হামলায় কতোজন অংশ নিয়েছিলো, তাও এখনও অজানা।

দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, আমরা তদন্তে জোর দিচ্ছি। আমরা আসলে জানি না, ঠিক কতোজন হামলায় অংশ নিয়েছিলো এবং স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে ঠিক কি ঘটেছিলো।

এদিকে, প্যারিস হামলার পরিপ্রেক্ষিতে ফ্রান্সে ১২৮টি অভিযান পরিচালনা করেছে ফরাসি পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় দিনের প্রথমভাগে অভিযানগুলো পরিচালিত হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্সজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে বলেছেন, দেশজুড়ে এক লাখ ১৫ হাজার সশস্ত্র পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএইচ

** আইএস দমনে বৈশ্বিক জোট চান ওলাঁদ
** খুলে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।